June 5, 2023, 12:39 am

News Headline :
ফুলবাড়ী প্রাথমিক শিক্ষক সমিতি নির্বাচনে সভাপতি মোহাম্মাদ আলী, সা:আব্দুল আলিম ধুনটে শিক্ষার্থীদের সাথে পুলিশের মতবিনিময় নওগাঁয় চোখে ঝালের গুড়ো ছিটিয়ে ৩ নারীকে পিটিয়েছে শিক্ষিকা বঙ্গবন্ধুর সমাধিতে নড়াইল জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দের শ্রদ্ধাঞ্জলি মহাদেবপুরে হাত-পা বেঁধে পুুকুরে ফেলে হত্যা তীব্র তাপপ্রবাহের কারণে প্রাথমিক বিদ্যালয় ৪ দিন বন্ধ হরিপুরে দূর্নীতির অভিযোগে চেয়ারম্যান ও মেম্বরের বিরুদ্ধে মানববন্ধন খাদ্য আমদানির প্রয়োজন হবেনা, রপ্তানির সম্ভাবনা দেখছি..খাদ্যমন্ত্রী ফুলবাড়ীতে মাদক বিরোধী সচেতনতা মূলক সেমিনার প্রস্তাবিত পর্যটন বাজেট প্রত্যাখান করেছে সম্মিলিত পর্যটন জোট

আইপিএল খেলতে যাচ্ছেন সালমা

যমুনা নিউজ বিডিঃ আগামী ২৩ মে (সোমবার) ভারতের পুনেতে শুরু হবে নারীদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। যে টুর্নামেন্টে ফের খেলতে যাবেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অন্যতম তারকা সালমা খাতুন। টুর্নামেন্টে খেলার জন্য এরই মধ্যে ছাড়পত্রও পেয়েছেন বাংলাদেশের সাবেক এ অধিনায়ক। তবে সালমার দল এখনো চূড়ান্ত হয়নি। আগের বারের মতো এবারও ট্রেইলব্লেজার্সের হয়ে খেলতে পারেন তিনি। ফের আইপিএলে ডাক পেয়ে উচ্ছ্বসিত সালমা। এ ব্যাপারে সংবাদ মাধ্যমে তিনি বলেছেন, আমি এবারও নারী আইপিএল থেকে ডাক পেয়েছি। শুনেছি বিসিবি থেকে ছাড়পত্র দিয়েছে। তবে আমি এখনো ঢাকায় না ফেরায় নিশ্চিত না। শুনেছি, এবার বাংলাদেশ থেকে আমি একাই ডাক পেয়েছি। সব ঠিক থাকলে ১৫ বা ১৬ তারিখ দেশ ছাড়ব। দল এখনো নিশ্চিত না, তবে আগের টিমেই হওয়ার সম্ভাবনা বেশি।

এর আগে সালমার সঙ্গে নারী আইপিএলে খেলেছেন জাহানারা আলমও। তবে এবার সালমা একাই পেয়েছেন এই সুযোগ। এবারের নারীদের আইপিএল টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ২৮ মে (শনিবার)।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD