March 22, 2023, 1:19 pm

আদমদীঘিতে আ’লীগের উদ্যোগে শান্তি সমাবেশ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : দেশব্যাপী বিএনপি ও জামাতের সন্ত্রাস, নৈরাজ্য ও তান্ডবের প্রতিবাদে বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর ও ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার সান্তাহার স্বাধীনতা মঞ্চে পৌর আওয়ামীলী ও কার্যালয়ের সামনে ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজন করেন।

পৌর আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এসএম জাহিদুর বারীর সঞালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু।

অন্যদিকে সান্তাহার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম খাঁনের সভাপতিত্বে সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টু।

পৃথক আয়োজনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক গভর্ণর ও সাবেক এমপি আলহাজ্ব কছিম উদ্দীন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট শেখ কুদরত-ই- এলাহী কাজল, সহ সভাপতি এরশাদুল হক টুলু, যুগ্ম সাধারন সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, নিসরুল হামিদ ফুতু, সাংগঠনিক সম্পাদক জাহিদ আহসান পিয়াল, আওয়ামীলীগ নেতা জিআরএম শাহজাহান, সান্তাহার ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি, উপজেলা যুবলীগ সভাপতি শাহিনুর রহমান মন্টি, স্বেচ্ছাসেবকলীগ নেতা ফিরোজ হোসেন চন্দন, মাহমুদুল হাসান মুন্না ও ছাত্রলীগ নেতা মারুফ হাসান রবিন প্রমূখ।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD