March 22, 2023, 12:30 pm
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ২১০ পিস ইয়াবাসহ তাওহীদ ইসলাম তারেক (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার তারেক বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার গারঘাটা পারসন গ্রামের সেকেন্দার আলীর ছেলে। মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ১০ টায় উপজেলার আদমদীঘি থানাধীন বাহাদুরপুর এলাকায় একটি মাছ চাষের প্রজেক্টের গেটের সামনে বিহিগ্রাম হতে চাপাঁপুর গামী পাকা রাস্তার উপর এক ব্যক্তি অবস্থান করিয়া মাদক বেচাকেনা করছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে ২১০ পিস ইয়াবাসহ তারেক’কে গ্রেপ্তার করে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান মাদক আইনে মামলা দায়েরের পর জেল হাজতে পেরন করা হয়েছে।