September 23, 2023, 6:18 pm

News Headline :

আদমদীঘিতে বিএনপি’র নেতাকর্মীদের ঈদ শুভেচ্ছা বিনিময়

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বগুড়ার আদমদীঘিতে বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দরা। রবিবার সন্ধ্যায় আদমদীঘি গোহাট প্রাঙ্গন শুভেচ্ছা বিনিময়ের সময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান, সান্তাহার পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র ফিরোজ মো: কামরুল হাসান, সান্তাহার পৌর বিএনপির সাধারন সম্পাদক আক্তারুজ্জামান মিঠু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা মাহফুজুল হক টিকন, উপজেলা বিএনপির সাংগঠনিক শফিকুল ইসলাম খাঁন লিখন, সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন প্রমূখ।

আলোচনা শেষে যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল, তাঁতীদল, মহিলাদল ও মৎস্যজীবিদলের নেতাকর্মীদের সাথে বিএনপির এসব সিনিয়র নেতারা ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD