May 28, 2023, 8:02 pm
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে হেরোইন সেবনের অপরাধে দুই মাদকসেবিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫’শত টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালত
সোমবার (২৭ মার্চ) রাতে সান্তাহার মাইক্রোবাস স্ট্যান্ডের নিকট ঢাকাপট্টি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা সুলতানা এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, সান্তাহার পোস্ট অফিস পাড়ার রমজান আলী আকন্দের ছেলে আব্দুল্লা হেল কাফি (৪২) ও সান্তাহার ঢাকাপট্রির শ্রী মন্টু প্রসাদ গুপ্তের ছেলে শ্রী নিত্য প্রসাদ গুপ্ত (৪৮)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সান্তাহার সার্কেলের পরিদর্শক রফিকুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যায় আদমদীঘির সান্তাহার মাইক্রোবাস স্ট্যান্ডের নিকট ঢাকাপট্টি এলাকার একটি নির্জন স্থানে হেরোইন সেবনকালে উল্লেখিত দুইজনকে আটক করা হয়। এরপর তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মনিরা সুলতানা দুই হেরোইন সেবীর প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫’শত টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের কারাদণ্ডের আদেশ দেন। জরিমানার টাকা পরিশোধ করেন দণ্ডপ্রাপ্তরা। ফলে শুধু তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড বহাল থাকে। দণ্ডপ্রাপ্তদের জেলহাজতে পাঠানো হয়েছে।