May 28, 2023, 7:18 pm
আসন্ন নতুন অর্থবছরের জন্য জাতীয় সংসদ সচিবালয়ের বাজেট ঘোষণা করা হবে আগামীকাল সোমবার। এর আগে সকাল ১১টায় সংসদ ভবনে সংসদ সচিবালয়ের ৩১তম কমিশন বৈঠক অনুষ্ঠিত হবে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপির সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন।
জানা যায়, কমিশন বৈঠকে সংসদ সচিবালয়ের বাজেট ছাড়াও সিনিয়র সচিবের কার্যালয়ে আপ্যায়ন ভাতা বৃদ্ধি, সংসদের নিয়োগ-বিধিমালা সংশোধনসহ বিভিন্ন এজেন্ডা রাখা হয়েছে।
গত বছর সংসদের জন্য উন্নয়ন ও অনুন্নয়ন খাতে মোট ৩২৮ কোটি ২২ লাখ টাকার প্রাক্কলিত বাজেট অনুমোদন দেয়া হয়। যা আগের বছরের তুলনায় ৯.৭১ শতাংশ বেশি ছিল। এছাড়া ওই বাজেটে সংসদীয় কমিটির সভাপতিদের আপ্যায়ন খরচ বাড়ানো হয়।