June 5, 2023, 1:07 am

News Headline :
ফুলবাড়ী প্রাথমিক শিক্ষক সমিতি নির্বাচনে সভাপতি মোহাম্মাদ আলী, সা:আব্দুল আলিম ধুনটে শিক্ষার্থীদের সাথে পুলিশের মতবিনিময় নওগাঁয় চোখে ঝালের গুড়ো ছিটিয়ে ৩ নারীকে পিটিয়েছে শিক্ষিকা বঙ্গবন্ধুর সমাধিতে নড়াইল জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দের শ্রদ্ধাঞ্জলি মহাদেবপুরে হাত-পা বেঁধে পুুকুরে ফেলে হত্যা তীব্র তাপপ্রবাহের কারণে প্রাথমিক বিদ্যালয় ৪ দিন বন্ধ হরিপুরে দূর্নীতির অভিযোগে চেয়ারম্যান ও মেম্বরের বিরুদ্ধে মানববন্ধন খাদ্য আমদানির প্রয়োজন হবেনা, রপ্তানির সম্ভাবনা দেখছি..খাদ্যমন্ত্রী ফুলবাড়ীতে মাদক বিরোধী সচেতনতা মূলক সেমিনার প্রস্তাবিত পর্যটন বাজেট প্রত্যাখান করেছে সম্মিলিত পর্যটন জোট

করোনায় আক্রান্ত মন্ত্রী বীরবাহাদুর কে হেলিকপ্টারে করে আনা হলো ঢাকায়

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকায় আনা হয়েছে। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করে তাকে চিকিৎসা দেয়া হবে।
রোববার (৭ জুন) বেলা সোয়া ১১টার দিকে বান্দরবান ক্যান্টনমেন্ট থেকে মন্ত্রীকে নিয়ে বিমান বাহিনীর হেলিকপ্টারটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। দুপুর পৌনে ১টায় হেলিকপ্টারটি ঢাকায় অবতরণ করে।
এর আগে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের সহকারী একান্ত সচিব (এপিএস) সাদেক হোসেন চৌধুরী বলেন, মন্ত্রীর শারীরিক অবস্থা মোটামুটি ভালো। আগে থেকেই শ্বাসকষ্ট ছিল তার। তবে এখন শ্বাসকষ্ট আরও বেড়েছে। নেবুলাইজার মেশিনে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন তিনি। তার জ্বর ছিল না। আগে থেকেই একটু কাশি ছিল। অবস্থা আশঙ্কাজনক হওয়ার মতো কিছুই নেই। উন্নত চিকিৎসার জন্য তাকে সিএমএইচে নেয়া হয়েছে।
সাদেক হোসেন চৌধুরী বলেন, অসুস্থবোধ করলে মন্ত্রীর নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে পাঠান চিকিৎসকরা। শনিবার (৬ জুন) কক্সবাজার ল্যাবের পরীক্ষায় তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। বেশকিছু দিন ধরে মন্ত্রী নির্বাচনী এলাকায় করোনাকালীন ত্রাণ বিতরণ ও এ সংক্রান্ত কার্যক্রম তদারকি করছিলেন। এ সময়ে তিনি আক্রান্ত হন।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD