June 3, 2023, 5:11 pm
নিউজ ডেস্কঃ করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তে নতুন করে আরও দুটি পিসিআর ল্যাব যুক্ত হয়েছে। ঢাকার সিএসবিএফ হেলথ সেন্টার এবং গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে ল্যাব দুটি স্থাপন করা হয়েছে।
এখন দেশে মোট পিসিআর ল্যাবের সংখ্যা দাঁড়াল ৫৫টি। তার মধ্যে আজকে ৫২টি পিসিআর ল্যাবের ফল দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
রোববার (৭ জুন) দুপুরে করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া নতুন তথ্য তুলে ধরে এসব জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
৫২টি ল্যাবের তথ্য তুলে ধরে নাসিমা সুলতানা বলেন, ‘আজকে নমুনা সংগ্রহ হয়েছে ১২ হাজার ৮৪২টি এবং পরীক্ষা হয়েছে আগের দিনের নমুনাসহ ১৩ হাজার ১৩৬টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে তিন লাখ ৯৭ হাজার ৯৮৭টি।