June 5, 2023, 1:07 am

News Headline :
ফুলবাড়ী প্রাথমিক শিক্ষক সমিতি নির্বাচনে সভাপতি মোহাম্মাদ আলী, সা:আব্দুল আলিম ধুনটে শিক্ষার্থীদের সাথে পুলিশের মতবিনিময় নওগাঁয় চোখে ঝালের গুড়ো ছিটিয়ে ৩ নারীকে পিটিয়েছে শিক্ষিকা বঙ্গবন্ধুর সমাধিতে নড়াইল জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দের শ্রদ্ধাঞ্জলি মহাদেবপুরে হাত-পা বেঁধে পুুকুরে ফেলে হত্যা তীব্র তাপপ্রবাহের কারণে প্রাথমিক বিদ্যালয় ৪ দিন বন্ধ হরিপুরে দূর্নীতির অভিযোগে চেয়ারম্যান ও মেম্বরের বিরুদ্ধে মানববন্ধন খাদ্য আমদানির প্রয়োজন হবেনা, রপ্তানির সম্ভাবনা দেখছি..খাদ্যমন্ত্রী ফুলবাড়ীতে মাদক বিরোধী সচেতনতা মূলক সেমিনার প্রস্তাবিত পর্যটন বাজেট প্রত্যাখান করেছে সম্মিলিত পর্যটন জোট

কাংশা ইউপি নির্বাচনে বিজয়ী হয়ে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভালোবাসা চান মোঃ আতাউর রহমান (বিএ)

সাইফুল ইসলাম ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে ৫ই জানুয়ারী বুধবার রাত ১০টায়। উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারিভাবে ৭টি ইউনিয়নের ফলাফল ঘোষণা করা হয়।এসব ইউনিয়নের মধ্যে ১নং কাংশা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (চশমা) জনাব মোঃ আতাউর রহমান (বিএ) ৩৮৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র (মোটরসাইকেল) প্রতীকের প্রার্থী জনাব মোঃ আনার উল্লাহ আনোয়ার পেয়েছিল ৩৪৬২ ভোট।তিনি নির্বাচনে বিজয়ী হওয়ার পর দিন থেকেই মানুষের দুয়ারে দুয়ারে ছুটে যায় এবং ভালোবাসার মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শুধু তাই নয় তিনি ছুটে গিয়েছেন প্রত্যেক টা পরাজিত প্রার্থীর কাছে এবং তাদেরকেও ভালোবাসার মাধ্যমে শান্তনা দিয়েছেন।তিনি সবাইকে নির্বাচনের বিজয়ের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। জনাব মোঃ আতাউর রহমান (বিএ) আনন্দের সাথে বলেছেন এ বিজয় শুধু আমার না এটা কাংশা ইউনিয়ন বাসীর বিজয়। কাংশা ইউনিয়নের মানুষজন জনাব মোঃ আতাউর রহমান সাহেবের এসব কর্ম কান্ড দেখে অবাক হয়েছিলেন। এমনকি কিছু কিছু মানুষ জনাব মোঃ আতাউর রহমান সাহেবের এসব নৈতিকতা ও ভদ্রতা দেখে কেঁদে দিয়েছিলেন এবং বলেছিলেন বাংলাদেশ স্বাধীনতার পর এমন চেয়ারম্যান আমাদের আর দেখা হয়নি। তিনি প্রথম চেয়ারম্যান যিনি নির্বাচনে বিজয়ী হয়ে মানুষের কাছে গিয়ে ভালোবাসা ও সাহায্য চাঁন যেনো তিনি সত্য ও নিষ্ঠার সাথে ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করতে পারেন। আর ইউনিয়নবাসী অনেকেই বলেন আমরা জনাব মোঃ আতাউর রহমান সাহেবের জন্য মন থেকে দোয়া করি এবং বিজয়ের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD