September 23, 2023, 5:35 pm
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সান্তাহার রেলওয়ে থানাধীন নাটোর স্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩০) এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) চিলাহাটি থেকে রাজশাহী গামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে নাটোর স্টেশনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ।
এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোক্তার হোসেন বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যাক্তির পরিচয় সনাক্তের চেস্টা চলছে। এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।