June 6, 2023, 11:32 pm
বগুড়ার দুপচাঁচিয়ায় চাতাল মালিকের সাথে বেতন নিয়ে দ্বন্দ্বে নারী শ্রমিক জোৎস্না বেগমের ছেলে জুয়েলকে পিটিয়ে হত্যা করার ঘটনায় দায়েরকৃত মামলায় দুই আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার ছোট পাইকপাড়া গ্রামের মৃত আয়েজ উদ্দিনের আফছার আলী (৬৫) ও ধারশুন গ্রামের সালামতের ছেলে সাদেকুল ইসলাম ভোলা(২৫)। শুক্রবার দুপুরে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়,গত চার বছর যাবত আক্কাছ আলীর ধানের চাতালে শ্রমিকের কাজ কওে আসছিল জোৎস্না বেগম। প্রথম দিকে মাসিক ৪ হাজার টাকা বেতন দিলেও পরবর্তীতে তাকে ৩ হাজার টাকা দেয়া হতো। কিন্তু গত মাসে ৩ টাকা না দিয়ে ২ হাজর ৫০০ টাকা দেয়। গত শনিবার (৪ জুন) টাকা কম দেওয়ায় ঘটনায় চাতাল মালিক আক্কাছ আলীর সাথে ওই নারী ছেলে জুয়েলের কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে জুয়েলকে তিনি ইউক্যাল্টিটাস গাছের ডাল দিয়ে মারপিট করে। জুয়েল প্রতিবাদ করলে মামলার অপর ৫ আসামী দৌঁড়ে এসে তাদের হাতে থাকা লোহার রড, কাঠের বাটাম, বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্র দিয়ে জুয়েলকে হত্যার উদ্দেশ্যে এলোপাথারীভাবে মারপিট করে গুরুত্বর জখম করে। ছেলের ডাকচিৎকার শুনে মা জোৎস্না বেগম এগিয়ে এলে তাকেও মারপিট করে।
সেই সাথে আসামীরা তাকে বলেন ‘কোনো হাসপাতালে চিকিৎসা করানো যাবেনা, যদি করা হয় তাহলে তার ছেলে (জুয়েল)কে মেরে লাশ গুম করে ফেলা হবে বলে হুমকি প্রদান করেন। মা জোৎস্না নিরূপাই হয়ে অসুস্থ ছেলেকে নিয়ে উপজেলার ছোট পাইকপাড়া গ্রামে তার ভাই সোহেলের বাসায় আশ্রয় নেয়। পরের দিন প্রানভয়ে সেখান থেকে কাহালুর দিপুইল গ্রামে তার ভাগনীর বাড়িতে আশ্রয় নেয়। বৃহস্পতিবার দুপুর আড়াই টায় সেখানে জুয়েল মারা যায়।
এঘটনায় বাদী হয়ে নিহত জুয়েলের মা থানায় ৬ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। শুক্রবার ভোরে আসামি আফছার আলী ও সাদেকুল ইসলামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের প্রত্যেকের সাতদিনের করে রিমান্ড চাওয়া হয়েছে। বাঁকি আসামীদের গ্রেপ্তারে জোর তৎপরতা চালানো হচ্ছে।
দুপচাঁচিয়া প্রতিনিধি