March 22, 2023, 1:23 pm

দুর্গাপুরে বাকলজোড়া ইউপি উপ-নির্বাচনে নৌকা প্রতীক পেলেন সফিক

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: আগামী ১৬ মার্চ ২০২৩ তারিখ অনুষ্ঠিত হবে দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের উপ-নির্বাচন। ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ, জমাদান, বাছাই ও প্রত্যাহার পর্ব সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রতিক বরাদ্দের দিনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিস।
এতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে লড়াই করবেন সাবেক চেয়ারম্যান সফিকুল ইসলাম সফিক।
এক প্রতিক্রিয়ায় নৌকার প্রার্থী সফিকুল ইসলাম সফিক বলেন, আসন্ন বাকলজোড়া ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকার মনোনয়ন দিয়েছেন।  আমি ইউনিয়নের ভোটারদের সাথে কুশলাদি বিনিময়ের মধ্যে দিয়ে নির্বাচনী প্রতীক পেয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছি।
সকল ভোটারদের দোয়া ও সার্বিক সহযোগিতায় আগামী ইউপি নির্বাচনে নৌকার বিজয় ধরে রাখতে সকলের সহযোগিতা কামনা করছি। অত্র ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ধারাবাহিকতা রক্ষা করতে নৌকার কোন বিকল্প নাই বলেও তিনি জানান।
ওই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২২,১৬৭ জন, এর মধ্যে পুরুষ ভোটার ১১,৩৫৬ জন ও মহিলা ভোটার ১০,৮১১ জন।
ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন করা হবে বলে জানান উপজেলা নির্বাচন অফিসার তপন চন্দ্র শীল।
উল্লেখ্যঃ গত ২৮ নভেন্বর ২০২১ তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে ওই ইউনিয়ন থেকে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন ইয়াকুব আলী তালুকদার। গত ১০ জানুয়ারী ২০২৩ শ্বাসকস্ট জনিত কারনে মৃত্যু বরণ করায় আগামী ১৬ মার্চ ২০২৩ ওই ইউনিয়নে উপ-নির্বাচন ঘোষনা করেন নির্বাচন কমিশন।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD