March 22, 2023, 1:51 pm
গৌরব প্রসাদ সাহা,ধামইরহাট (নওগাঁ): নওগাঁর ধামইরহাটে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-জামায়াতের সন্ত্রাস নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির প্রতিবাদে শান্তি সমাবেশ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) বেলা এগারোটায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক অধ্যক্ষ মো. শহীদুল ইসলামের সঞ্চালনায় আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলদার হোসেন।
আলোচনা সভায় নওগাঁর ধামইরহাট-পত্নীতলা আসনের এমপি মো. শহীদুজ্জামান সরকার বিএনপি-জামায়াতের সন্ত্রাস নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আজাহার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, উপজেলা যুবলীগের সভাপতি জাবিদ হোসেন মৃদু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মশিউর রহমান, যুব নেতা আবু ইউসুফ মুর্তজা, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন, সাধারণ সম্পাদক আহসান হাবীব পান্নু প্রমুখ।