March 26, 2023, 4:26 pm

ধামইরহাট টাপেন্টাডল ট্যাবলেট সহ আটক-২

গৌরব প্রসাদ সাহা,ধামইরহাট (নওগাঁ): নওগাঁর ধামইরহাটে ৩৫০ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। গত রবিবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার দক্ষিণ জাহানপুর নামক এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত আসামিরা হলো: উপজেলার আলতাদিঘী জোতমাহমুদপুর এলাকার মেহের আলীর ছেলে মো. জহুরুল ইসলাম (৩৬) এবং একই এলাকার মৃত আয়েন উদ্দিন এর ছেলে মো. আনোয়ার হোসেন (৪৫)। এ ঘটনায় পাশ্ববর্তী বাসুদেবপুর নামক এলাকার ময়েজ উদ্দীনের ছেলে মো. আব্দুর রহিদ ওরফে দারোগা (৪২) পলাতক রয়েছে।

এবিষয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক কাজী জানান যে ঘটনার দিন বিকালে উপজেলার দক্ষিণ জাহানপুর এলাকায় সাব ইন্সপেক্টর মো. মাসুদ রানাসহ সঙ্গীয় টিম অভিযান চালান। অভিযানে তাদের নিকট থেকে ৩৫০ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়। তিনি আরো জানান যে ধৃত আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের মাধ্যমে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD