May 28, 2023, 7:49 pm
কারিমুল হাসান, ধুনট (বগুড়া): বগুড়ার ধুনটে স্বামীর অমানবিক নির্যাতনে সনি খাতুন (২৮) নামে এক গৃহবধূ আহত হয়েছে। ২৫ মার্চ শনিবার সকাল আনুমানিক ৯টায় এলাঙ্গী ইউনিয়নের তারাকান্দি গ্রামে এ নির্যাতনের ঘটনা ঘটে। নির্যাতনে আহত সনি খাতুন উপজেলার এলাঙ্গী ইউনিয়নের তাড়াকান্দি গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী।
নির্যাতনের শিকার সনি খাতুন সংবাদ কর্মীদের জানান, ১২ বছর আগে ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের তারাকান্দি গ্রামের মৃত- ইসাহাক আলীর ছেলে ইকবাল হোসেন (৩৫) এর সাথে তার বিয়ে হয় তার। বিবাহর পর থেকে ইকবাল হোসেন তাকে মানসিক ও শারীরিক ভাবে নির্যাতন করে আসছে। এ বিষয়ে স্থানীয় ভাবে একাধিকবার সালিশ বৈঠক হয়েছে বলে জানান সনি খাতুন। তবে একমাত্র শিশু সন্তান শামসুল ইসলামের ভবিষ্যতের কথা চিন্তা করে স্বামীর এত নির্যাতন সহ্য করেও সংসার ছাড়েনি। ঘটনার দিন শনিবার সকালে স্বামী ইকবাল হোসেন স্ত্রী সনি খাতুনের বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য দাবি করে। সনি খাতুন টাকা আনতে অস্বীকৃতি জানালে, স্বামী ইকবাল হোসেন ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা কোদাল (দেশীয় অস্ত্র) দ্বারা সুমি খাতুনের মাথায় আঘাত করে। এতে রক্তাক্ত সহ শরীরের বিভিন্ন জায়গায় যখম হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।