June 11, 2023, 1:38 am

ধুনটে ষাঁড়ের গুঁতায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু

কারিমুল হাসান, ধুনট (বগুড়া): বগুড়ার ধুনটে ষাঁড়ের গুঁতায় আপেল মাহমুদ (১৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার উলুরচাপড় গ্রামে এ ঘটনা ঘটে। আপেল মাহমুদ ওই গ্রামের শামীম হোসেনের ছেলে ও খাটিয়ামারী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়সুত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে বেঘাচ্ছন্ন আবহাওয়ার কারনে খোলা মাঠ থেকে ষাঁড় গরু আনতে যায় আপেল। হঠাৎ বজ্রপাত শুরু হলে ষাঁড়টি ছোটাছুটি করতে থাকে। এর এক পর্যায়ে ষাঁড়টি আপেল কে গুঁতা দেয়। খাটিয়ামারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের বলেন, ওই শিক্ষার্থী মাঠ থেকে গরু আনতে গেলে হঠাৎ বজ্রপাত শুরু হয়। এতে ষাঁড়টি ছোটাছুটির এক পর্যায়ে আপেল মাহমুদের নিয়ন্ত্রণের বাইরে গেলে আপেল মাহমুদের পেটে শিং দিয়ে গুঁতা মারে। এতে ঘটনাস্থলেই মারা যায় আপেল মাহমুদ।

ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD