May 28, 2023, 8:04 pm

নওগাঁয় শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা

নওগাঁ প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নওগাঁয় স্বাধীনতা যুদ্ধে ১১ জন শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যসহ ১ হাজার ৫৪ জনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৪টায় শহরের পুরাতন কালেক্টরেট ভবন চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা মুক্তিযোদ্ধা সংসদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংবর্ধনা প্রদান

করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। পরে সেখানে দিবসটির তাৎপর্য ও স্বাধীনতা যুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অবদান তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মির্জা ইমাম
উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি
হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) গাজিউর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক আহবায়ক একেএম সিরাজুল ইসলাম আনসারী এবং সদর উপজেলার সাবেক কমান্ডার গোলাম সামদানী বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সদর উপজেলার ১১ জন শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, ৩৮২ জন মৃত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং ৬৬১ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD