March 22, 2023, 1:37 pm
নওগাঁ প্রতিনিধিঃ দেশব্যাপী বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নওগাঁ জেলা আওয়ামী যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নির্দেশে শুক্রবার বিকেলে সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের ঠাংভাঙ্গার মোড়ে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। ৩নং বক্তারপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শ্রী বিমান কুমার রায়।
বক্তারপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক মাহবুবুর রহমান রুমনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে নওগাঁ সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রাহিনুর ইসলাম রায়হান, সাধারণত সম্পাদক ইয়াছিন আরাফাত সবুজ, সহ-সভাপতি মাসুদ রানা মুক্তা, পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, বক্তারপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন প্রমুখসহ সদর উপজেলা যুবলীগ ও বক্তারপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের বিভিন্ন পযার্য়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিমান কুমার রায় বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে দূর্বার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ। তিনি ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে যখন উন্নত রাষ্ট্রে পরিণত করতে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ঠিক সেই মুহূর্তে বিএনপি-জামায়াত দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য আর জনগণের জানমালের ক্ষতি করছে। যারা এদেশের বিরুদ্ধে, বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদেরকে রাজপথেই কঠোরভাবে প্রতিহত করবে যুবলীগ।
বিমান বলেন, তাই দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশে নওগাঁ জেলা যুবলীগ জেলা শাখার অধীনে ৯৯ টি ইউনিয়নে শান্তি সমাবেশের আয়োজন করা হয়েছে।