May 28, 2023, 8:11 pm

নওগাঁ সদর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের বিভিন্ন নায্য দাবি আদায়ের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহরের ঢাকা বাসষ্ট্যান্ড এলাকায় মোটেল চিশতীতে সংগঠনের বর্তমান অবৈধ কমিটি সাধারণ সদস্যদের বহিস্কার, চাঁদা নেওয়া বন্ধ করায় ও নির্বাচনের লক্ষে ওই ইউনিয়নের সদস্যরা এই মতবিনিময় সভার আয়োজন করে।

সদর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি মো. ইসলাম হোসেন পুতুল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সভাপতি মো. হামিদুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. বকুল হোসেন সাবেক দপ্তর সম্পাদক মো.আরিফুল ইসলাম ও সাবেক সহ-সভাপতি মো. আব্দুল খালেকসহ অন্যান সদস্যবৃন্দ।

মতবিনিময় সভায় বক্তারা সংগঠনের বর্তমান কমিটিকে অবৈধ দাবি করে সকলকে নিয়ে দ্রুত একটি নিয়মতান্ত্রিক নির্বাচন চায়। এছাড়া নির্বাচন না হওয়া পর্যন্ত সংগঠনের সকল সদস্যদের কাছ থেকে ধার্যকৃত চাঁদা আদায় বন্ধ রাখতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD