March 22, 2023, 12:18 pm
তৈয়ব শাহনূর নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধি: ১৫তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে প্রথম বারের মত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে বিচারক হয়েছেন আইন ও বিচার বিভাগের ( ২০১৫- ২০১৬) সেশনের দুইজন শিক্ষার্থী সুমাইয়া জান্নাত এবং তানিয়া আক্তার।
বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অন্তর্ভুক্ত একমাত্র বিভাগ আইন ও বিচার বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী তারা। উল্লেখ্য, ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে আইন ও বিচার বিভাগের যাত্রা শুরু হয়।
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন মঙ্গলবার বিকাল ছয়টায় (২৪ জানুয়ারি) জেলা ও দায়রা জজ পরীক্ষা নিয়ন্ত্রক শরিফ এ এন রেজা জাকেরের স্বাক্ষরিত এক নটিশে ১৫ তম জুডিশিয়াল সার্ভিসে নিয়োগের জন্য ১০৩ জনকে সুপারিশ করে ফলাফল প্রকাশ করেন। যেখানে যথাক্রমে সুমাইয়া জান্নাতের মেধা ক্রম ৫৮ তম এবং তানিয়া আক্তারের মেধাক্রম ৯৩ তম।
আইন ও বিচার বিভাগের প্রথমবারের মত এমন সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সহপাঠী ও সিনিয়রদের এমন সাফল্য আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী উচ্ছ্বসিত।
বিচারক হিসেবে সুপারিশ প্রাপ্ত শিক্ষার্থী সুমাইয়া জান্নাত বলেন, এমন সাফল্য অবশ্যই অনেক আনন্দের। বিভাগ থেকে প্রথমবার বিচারক হয়েছি এ এক গভীর অনুভূতি যা সংক্ষেপে ব্যপ্ত করা সম্ভব নয়।
তানিয়া আক্তার বলেন, এটা এভারেস্ট জয়ের সমান। সৃষ্টিকর্তা,বিভাগের শিক্ষক সহপাঠী সবার সাপোর্ট পেয়েছি সবসময়ই।
আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান নিউটন বলেন, প্রথম ব্যাচ হিসাবে তারা অনেক সীমাবদ্ধতার মধ্য দিয়ে গেছে। তাদের এমন সাফল্য আমরা গর্বিত।
আইন ও বিচার বিভাগের এমন সাফল্যে উক্ত বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক আহসান কবির বলেন, এটি আইন ও বিচার বিভাগের গর্ব করার মত সাফল্য। শিক্ষার্থীদের এমন সাফল্য তারা নিজেরা যেমন খুশি ও আনন্দিত আমরাও তাদের সমপরিমাণ খুশি ও উচ্ছ্বাসিত। তিনি আরো বলেন এটা আমাদের সাফল্যের সূচনা মাত্র। যখন আমাদের আরো বেশি সংখ্যক শিক্ষার্থী বিচারক হবে তখন আমাদের আরো ভালো লাগা কাজ করবে। এবং সাফল্যের এই সূচনা ধারাবাহিক বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।