April 2, 2023, 12:09 am

News Headline :
খাস জায়গা দখল করে বসবাসের মহোৎসব; উদাসীন কর্তৃপক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আর কোনো নির্বাচন হতে দেওয়া হবেনা..অধ্যাপক শাহজাহান মিয়া মদন ফায়ার স্টেশনের উদ্যোগে রসুলপুর ফেরিঘাটে নৌ মহড়া মান্দায় প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে ভাংচুরের অভিযোগ সান্দিড়া কেন্দ্রীয় জামে মসজিদে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দুর্গাপুরে বিজিবি‘র গুলিতে নিহত-১, গুলিবিদ্ধ-১ দুর্গাপুরে ভাইস চেয়ারম্যান সাদ্দাম আকঞ্জির ইফতার বিতরণ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন সান্তাহারে ইউপি চেয়ারম্যান তৃপ্তির দেওয়া নতুন পোশাকে ঈদ করবে মাদরাসার শিক্ষার্থীরা ধুনটে খাদ্যনালীতে জর্দা আটকে শিশুর মৃত্যু

নেত্রকোনার শ্রেষ্ঠ কলেজ প্রধান নির্বাচিত হলেন দুর্গাপুরের ফারুক তালুকদার

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে নেত্রকোনার জেলায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ প্রধান ( অধ্যক্ষ)  নির্বাচিত হয়েছেন দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার। জেলার ৬০ টি কলেজ প্রধান থেকে তিনি শ্রেষ্ঠ প্রধান হন। বৃহস্পতিবার বিকেলে জেলা  শিক্ষা অফিসার মো. আব্দুল গফুর স্বাক্ষরিত এ তথ্য জানা গেছে।

জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের গঠিত বাছাই কমিটি তাঁর শিক্ষাগত যোগত্যা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা, সৃজনশীল প্রশ্নপত্র তৈরীর দক্ষতা, সহযোগিতার প্রবণতা, চারিত্রিক দৃঢ়তা ও সততা, শৃংখলাবোধ, ,  পেশাগত গবেষণামূলক সৃজনশীল প্রকাশনাসহ নানাবিধ বিষয় বিবেচনা করে তাঁকে জেলার শ্রেষ্ঠ কলেজ প্রধান  নির্বাচিত করেন।

ফারুক আহমেদ তালুকদার ২০১৭  সালের ৫ জানুয়ারী  অধ্যক্ষ  পদে ওই কলেজে যোগদান করেন। এরপর  তিনি দুইবার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হন ।  তিনি অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে কলেজ পরিচালনা  করে আসছেন । উনার গ্রামের বাড়ি দুর্গাপুর  উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কাকৈরগড়া গ্রামে। তিনি শিক্ষা প্রসারের সঙ্গে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে আগ্রণী ভুমিকা পালন করে আসছে। উনার এই প্রাপ্তিতে তার অগণিত প্রিয় শিক্ষার্থী ও সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন।

এ বিষয়ে অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে জেলা পর্যায়ে বাছাইয়ের মাধ্যমে “জেলা পর্যায়ের শ্রেষ্ঠ কলেজ প্রধান” মনোনীত হয়েছি। এতে আনন্দিত এবং গৌরবান্বিত বোধ করছি। আগামী ২৯ মে  বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো।  আমি সকলের দোয়া চাই।

কলি হাসান,দুর্গাপুর (নেত্রকোনা)

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD