May 28, 2023, 6:38 pm

পাঁচবিবিতে তথ্য আপা প্রকল্পের বিশেষ উঠান বৈঠক

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে তথ্য আপা প্রকল্পের আওতায় বিশেষ উঠান বেঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৩ মার্চ) বেলা ১২টায় পাঁচবিবি তথ্য কেন্দ্রের আয়োজনে উপজেলার কুসুম্বা ইউনিয়নের পীরপাল গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এডভোকেট সামছুল আলম দুদু। আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু বকর সিদ্দিক মন্ডল, সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ জিহাদ মন্ডল, সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রায়হানুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় উপজেলার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তথ্যসেবা কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD