May 28, 2023, 8:14 pm

পানির নালা পরিষ্কার করা নিয়ে উভয়পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-১৩

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধে উভয়পক্ষের সংঘর্ষে তিন নারীসহ ১৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড়পই হলের মোড় এলাকায়

পানি নিষ্কাশনের নালায় জমি থাকা ময়লা পরিষ্কার করা নিয়ে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার নুরুল ইসলাম বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ ২ জন অজ্ঞাতনামা আসামি করে মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আহতরা হলেন, বড়পই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে নূরল ইসলাম (৫৮),আলাউদ্দিন (৪০)
সেকেন্দার আলীর ছেলে রাশেদুল ইসলাম সাগর (২৫)নূরুল ইসলামের ছেলে মাসুদ রানা (৩৩),আলাউদ্দিনের ছেলে মৃণাল হোসেন (২৩), নুরুল ইসলামের স্ত্রী মাসুমা (৪০) এবং একই গ্রামের লুৎফর রহমানের স্ত্রী শিল্পী (৪০),মিজানুর রহমানের স্ত্রী মাহমুদা ওরফে মৌসুমি (২৪), লুৎফর রহমানের ছেলে শফিউল্লাহ ওরফে চঞ্চল (২০), আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়াও প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বড়পই গ্রামের সেকেন্দার আলীর স্ত্রী রহিমা বিবি (৪০), লুৎফর রহমানের ছেলে উজ্জল হোসেন (২৫), মিজানুর রহমান ওরফে সাদ্দাম (৩৫) ও মধু (১৭)। এদের মধ্যে আলাউদ্দিন এবং সাগরের শারিরীক অবস্থার অবনতি হওয়ায় একজনকে বৃহস্পতিবার রাতে এবং আরেকজনকে আজ শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ভুক্তভোগী নুরুল ইসলাম জানান, ‘জমিজমা নিয়ে বেশ কিছুদিন ধরে মৃত লুৎফর রহমানের ছেলে মিজানুর রহমান ওরফে সাদ্দাম (৩৫),উজ্জ্বল (২৫),চঞ্চল (২০) মধু (১৭),সাদ্দামের স্ত্রী মৌ (২৭),মৃত লুৎফর রহমানের স্ত্রী শিল্পী (৪৫),মৃত নজরুল ইসলামের স্ত্রী নুরজাহান (৬৫) গংদের সঙ্গে বিরোধ চলছিল। মাঝে মধ্যেই বিভিন্ন অজুহাতে প্রতিপক্ষরা আমার বসতভিটা দখলের চেষ্টা করে। বৃহস্পতিবার দুপুরে আমার বসতবাড়ির পানি নিষ্কাশনের ড্রেনে জমে থাকা ময়লা পরিষ্কার করছিলাম। এসময় প্রতিপক্ষ উজ্জল হোসেন, সাদ্দাম হোসেনসহ ৬-৭জন সংঘবদ্ধ হয়ে বাধা প্রদান করেন।’ এর আগেও বাড়ির সামনের কয়েকটি গাছ কাটাকে কেন্দ্র করে থানায় অভিযোগ দায়ের করেন প্রতিপক্ষের লোকজন। ওই ঘটনার জের ধরে বাগবিতণ্ডার এক পর্যায়ে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র নিয়ে আমার পরিবারের লোকজনের ওপর হামলা করে। এতে আমিসহ আমার পরিবারের সাতজন আহত হন। প্রতিপক্ষরা এসময় আমার ল্যাট্রিনও ভাঙচুর করে।’

প্রতিপক্ষের উজ্জল হোসেন বলেন,‘ নুরুল ইসলাম ড্রেন দিয়ে আমাদের জমিতে বাড়ির পানি নামানোর চেষ্টা করে। এনিয়ে উভয়ের মধ্যে মারধরের ঘটনা ঘটেছে। তারা আমাদের জমি জবরদখল করাসহ বেশকিছু গাছও কেটে নিয়েছে।’ আমরা এর বিচার চাই।

এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ আলম সিদ্দিকী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD