January 30, 2023, 4:09 am
হাফিজুর রহমান হাফিজ:পাবনা আটঘরিয়া থানাধীন দেবোত্তর গ্রাম এর মোঃ বুলবুল হোসেন এর গ্যারেজ থেকে একটি ইজিবাইক চুরি হয়। চুরি হওয়ার পর বুলবুল আটঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ প্রাপ্তির পর অদ্য ৪ ফেব্রুয়ারি রাত্রি ০০ঃ১৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে আটঘরিয়া থানায় কর্মরত এসআই মোঃ আবুল কালাম এর নেতৃত্বে এএসআই গোলাম রাব্বানী, পিপিএম ও সঙ্গীয় ফোর্স এর সহায়তায় আসামী ১.মোঃ সোহেল রানা (২৯), পিতা-মোঃ হারেজ মিয়া, সাং নাগদহ, আটঘরিয়া, পাবনা কে গ্রেফতার করে জিজ্ঞাসা করলে তিনি ইজিবাইকটি চুরির কথা স্বীকার করেন, এবং তার দেয়া তথ্য অনুযায়ী উক্ত চোরাই ইজিবাইকের ক্রয় বিক্রয়ের সহিত জড়িত আসামি ২.মোঃ মতিয়ার রহমান(৩২), পিতা-মোঃ মহিদুল ইসলাম, ৩.কাবিল ইসলাম(২৯), পিতা- মোঃ এসকেন আলী, ৪. মোঃ আরিফ হোসেন(৩৫), পিতা- মোঃ নাজির প্রাং, সর্বসাং- মাজদিয়া (মাদ্রাসা পাড়া), থানা- ঈশ্বরদী, জেলা-পাবনা দেরকে গ্রেফতার করেন এবং চোরাই ইজিবাইকটি উদ্ধার করেন। আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতঃ আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।