May 28, 2023, 7:56 pm

ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে মোমবাতি প্রজ্বলন

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: শহীদ গণহত্যা দিবস উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শাহাদত বরণকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (২৫ মার্চ) সন্ধ্যা ৭ টা ৩১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন, থানা পুলিশ,রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী ব্যক্তিরা একত্রে এই মোমবাতি প্রজ্বলন করে এই শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি অমর চাঁদ গুপ্ত অপু, সহ-সভাপতি ওয়াহিদুল ইসলাম ডিফেন্স সহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD