September 23, 2023, 5:21 pm

News Headline :

বদলগাছীতে বিদ্যুতের ব্যাপক লোডশেডিং, বিতরণে বৈষম্য,জনসাধারণ অতিষ্ট

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে বিদ্যুতে ব্যাপক লোডশেডিংয়ের কারণে জনসাধরণ অতিষ্ঠ হয়ে পড়েছে। দিনে ঘন ঘন লোডশেডিংয়ের নামে ভেলকিবাজি চললেও রাতে সম্পূর্ণ ভিন্ন চিত্র। কোনো এলাকা একবার লোডশেডিংয়ের মধ্যে পড়লে দুই-তিন ঘণ্টাও বিদ্যুতের দেখা মিলে না। আর এমন অবস্থা চলতে থাকলে বৈদ্যুতিক সরঞ্জাম নষ্টের পাশাপাশি জনসাধারণের জীবনমান চরম হুমকির মুখে পড়বে। অপরদিকে এলাকা ভেদে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের কারণ হিসেবে বদলগাছী বিদ্যুৎ উপকেন্দ্র থেকে বিদ্যুৎ বিতরণে বৈষম্যের অভিযোগ তুলেছে এলাকাবাসী।

বদলগাছী পল্লীবিদ্যুতের জোনাল অফিস সূত্রে জানা যায়, দিনে বিদ্যুতের চাহিদা প্রায় ১০ মেগাওয়াটের বিপরীতে সরবরাহ মাত্র পাঁচ থেকে সাড়ে পাঁচ মেগাওয়াট। রাতে চাহিদা ১৪ মেগাওয়াটের বিপরীতে সরবরাহ মাত্র সাত থেকে আট মেগাওয়াট। যা দিনে ও রাতে চাহিদার তুলনায় অর্ধেক বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় ঘন ঘন লোডশেডিং চলছে এমনটাই জানালেন বদলগাছী পল্লীবিদ্যুৎ এর জোনাল অফিসের ডিজিএম আহসান হাবিব।

উপজেলার সদরে বিদ্যুৎ রাতে সরবরাহ বেশি আর গ্রামাঞ্চলে সরবরাহ কম, এমন বৈষম্য কেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, যেমন সরবরাহ পাওয়া যায় ঠিক তার ওপর বদলগাছী বিদ্যুৎ উপকেন্দ্র থেকে সাতটি ও হোগলবাড়ি উপকেন্দ্র থেকে একটি’সহ মোট আটটি ফিডের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ বিতরণ করা হয়ে থাকে। বিদ্যুৎ বিতরণে কোথাও কোনো বৈষম্য করা হয় না।

এলাকাবাসীর অভিযোগ, বিদ্যুৎ উপকেন্দ্র থেকে সঠিকভাবে বিদ্যুৎ বিতরণ করা হয় না। এলাকা ও শহরাংশ ভেদে বিদ্যুৎ বিতরণে অনিয়ম রয়েছে। যার কারণে রাতে গ্রামাঞ্চলে একটানা দুই থেকে তিন ঘণ্টাও লোডশেডিং দেওয়া হয়ে থাকে। এলাকাবাসীর দাবি চাহিদার বিপরীতে যে পরিমাণ বিদ্যুৎ পাওয়া যায় তা শহরাংশে ও গ্রামাঞ্চলে সমান অংশে বিতরণ করা হলে গ্রামাঞ্চলের জনসাধারণের কিছুটা কষ্ট লাঘব হবে।

তাই বিদ্যুৎ বিতরণ বৈষম্য রোধ ও নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD