June 11, 2023, 12:33 am

মদনে সরকারিভাবে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ শুরু

মদন (নেত্রকোণা) প্রতিনিধি : মদনে কৃষকের কাজ থেকে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে।
মঙ্গলবার (২৩ মে) উপজেলা খাদ্য গুদামে তালিকা ভূক্ত কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া। প্রতি কেজি নির্ধারিত ৩০ টাকা ধরে প্রথম দিনে ২০০ কেজি বোরো ধান সংগ্রহ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ শেখ হোসেন সানোয়ার, উপজেলা কৃষি অফিসার মোঃ হাবিবুর রহমান, কৃষক আনোয়ার হোসেন প্রমূখ।
ওসিএলএসডি আবু ছালেক বলেন, সরকারিভাবে মদন উপজেলা থেকে এ বছর ৪৯২ জন কৃষকের কাছ থেকে ১ হাজার ৪৭৬ মে.টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। আর্দ্রতা পরিমাপক যন্ত্রের সাহায্যে সহনীয় মাত্রায় যাচাই এবং ডিজিটাল ওয়িং স্কেলের মাধ্যমে পরিমাপ করে সরাসরি তালিকাভূক্ত কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহ করা হবে।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD