September 23, 2023, 5:26 pm

News Headline :

মহাদেবপুরে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী

মহাদেবপুর (নওগাঁ): কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস স্বরণে নওগাঁর মহাদেবপুরে কবির অপরিচিতা গল্প অবলম্বনে আজাদুল ইসলাম আজাদ এর চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “কল্যাণীর শেষ কথা” ও পতিসরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ও কর্ম নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র “সন্ধ্যার মেঘমালা” প্রদর্শন করা হয়।

এ প্রামাণ্যচিত্রটি গ্রন্থনা ও পরিচালনা করেছেন সিনিয়র সাংবাদিক আজাদুল ইসলাম আজাদ। বরেন্দ্র সাহিত্য পরিষদের আয়োজনে গত শুক্রবার (৪ আগস্ট) সন্ধ্যায় ডাকবাংলো হলরুমে এ চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন জাতীয় কবিতা ভুবনের সভাপতি কবি, অধ্যক্ষ আরিফুর রহমান আরিফ। বরেন্দ্র সাহিত্য পরিষদের সহ সভাপতি কবি আসাদুজ্জামান পলাশের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির আহবায়ক বরেন্দ্র সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক মো. আইনুল হোসেন।

উপস্থিত ছিলেন এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের অভিনেতা এম এ হামিদ, সন্তোষ কুমার সন্ধ্যার মেঘমালা’র মডেল প্রশান্ত কুমার নাথ ও আবৃত্তি শিল্পী নাহিয়ান নিসা প্রমুখ। প্রদর্শনীতে ব্যাপক দর্শক সমাগম ঘটে।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD