March 26, 2023, 3:44 pm

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি শ্রীমঙ্গল থানার জাহাঙ্গীর

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার। কর্মদক্ষতায় শ্রেষ্ঠত্ব অর্জন করায় পুরস্কৃত হলেন তিনি।

বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টার কর্তৃক পুরস্কার প্রদানের অভিন্ন মানদন্ডের আলোকে গত জানুয়ারী ২০২৩ খ্রি. মাসের মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হন মো. জাহাঙ্গীর হেসেন সরদার।

(৬ ফেব্রুয়ারি) সোমবার দুপুরে জেলা পুলিশের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে মো. জাহাঙ্গীর হোসেন সরদারের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

এ সময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন) সুদর্শন কুমার রায়সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে গত জানুয়ারি ২০২৩ মাসে মৌলভীবাজার জেলার ৭টি থানার মধ্যে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদারের নেতৃত্বে
থানা এলাকায় সর্বোচ্চ মাদক উদ্ধার, ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক বিভিন্ন কার্যক্রমের ওপর বিচার বিশ্লেষণ করে শ্রীমঙ্গল থানার ওসি’কে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করা হয়।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD