March 22, 2023, 12:55 pm
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: শ্রীমঙ্গলে দুঃস্থ, অসহায় ও চিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)।
বুধবার (২৫ জানুয়ারি) শ্রীমঙ্গল উপজেলাধীন কালীঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানের দুঃস্থ, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ‘শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
এসময় বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) সিলেট জোনের জোনাল ম্যানেজার মো. গোলাম মোস্তফা’র তত্ত্বাবধানে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রানেশ গোয়ালা।
অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএইচবিএফসি শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক আক্তার হোসেন। এছাড়াও বিএইচবিএফসি অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।