March 22, 2023, 12:47 pm
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন উদযাপন করা হয়েছে। স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধুর জন্মদিনটি ‘জাতীয় শিশু দিবস’ হিসেবে পালন করা হয়।
বাংলার রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের নিভৃত গ্রাম টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে জন্ম নেওয়া শেখ মুজিবুর রহমান দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন।
১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বগুড়ার আদমদীঘির সান্তাহার ইউনিয়নের সান্দিড়া শহিদ সিরাজ খান মেমোরিয়াল একাডেমি ও স্টার কিন্ডার গার্ডেন স্কুলের আয়োজনে বিভিন্ন কর্মসূচি উদযাপন করেছে।
কর্মসূচিতে সকাল ৮ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৯ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ ও কেক কাটা হয়।
সান্দিড়া স্টার ক্লাব ও স্টার কিন্ডার গার্ডেন স্কুলে সভাপতি নূর ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সান্তাহার ইউনিয়ন চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি, বিশিষ্ট ব্যবসায়ী রাশেদুল ইসলাম রাজা, শহিদ সিরাজ খান মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক এনামুল হক, স্টার কিন্ডার গার্ডেন স্কুলের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, যুবলীগ নেতা আবুল কালাম, আব্দুল হাই সিদ্দিক, ফয়সাল আহম্মেদ সৈকত, আওয়ামীলীগ নেতা মিঠু,রানা, রফিকুল প্রমুখ।