September 23, 2023, 5:03 pm

News Headline :

সান্তাহারে ব্রাইট স্টার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : জমকালো আয়োজনের মধ্য দিয়ে বগুড়ার আদমদীঘির সান্তাহারে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকেলে সান্তাহার পৌর শহরের উপর পোঁওতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উপর পোঁওতা ব্রাইট স্টার ক্লাবের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু খেলাটির উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজিমুল হুদা খন্দকার, আদমদীঘি সদর ইউপির চেয়ারম্যান জিল্লুর রহমান, পোঁওতা ব্রাইট স্টার ক্লাবের সভাপতি পরাগ, সম্পাদক আপেল, স্থানিয় কাউন্সিলর মমতাজ আলী, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি পলাশ, সম্পাদক সেলিম রেজা, যুগ্ম সম্পাদক রশিদ, ব্যবসায়ী জুয়েল ও ফারুক হোসেন প্রমূখ।

টুর্নামেন্টে মোট ৮টি টিম অংশগ্রহন করছে। উদ্বোধনী খেলায় নওগাঁর কির্ত্তিপুর ফুটবল একাদশ ও দুপচাঁচিয়া ফুটবল একাডেমী অংশ গ্রহন করে। খেলায় দুপচাঁচিয়া ফুটবল একাডেমীকে ২-০ গোলে পরাজিত করে নওগাঁর কির্ত্তিপুর ফুটবল একাদশ জয়লাভ করে।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD