May 28, 2023, 8:33 pm
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারে ১৫ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মোতালেব ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার উত্তর খয়রাকুড়ি গ্রামের মৃত হরমোজ আলীর ছেলে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রকিব হোসেন জানান, শুক্রবার নওগাঁ থেকে বগুড়া গামী নূর পরিবহন নামে একটি বাসে যাত্রীবেসে মাদক নিয়ে যাচ্ছিলেন মোতালেব। এমন সংবাদের ভিত্তিতে উপজেলার সান্তাহার পৌর শহরের পৌওতা রেলগেট এলাকায় বাসটি থামিয়ে তল্লাশি করা হয়।
এসময় যাত্রীবেসে থাকা মাদক কারবারি মোতালেবের কাছ থেকে ১৫ গ্রাম মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। দায়েরকৃত মামলায় শনিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।