April 1, 2023, 11:50 pm

News Headline :
খাস জায়গা দখল করে বসবাসের মহোৎসব; উদাসীন কর্তৃপক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আর কোনো নির্বাচন হতে দেওয়া হবেনা..অধ্যাপক শাহজাহান মিয়া মদন ফায়ার স্টেশনের উদ্যোগে রসুলপুর ফেরিঘাটে নৌ মহড়া মান্দায় প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে ভাংচুরের অভিযোগ সান্দিড়া কেন্দ্রীয় জামে মসজিদে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দুর্গাপুরে বিজিবি‘র গুলিতে নিহত-১, গুলিবিদ্ধ-১ দুর্গাপুরে ভাইস চেয়ারম্যান সাদ্দাম আকঞ্জির ইফতার বিতরণ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন সান্তাহারে ইউপি চেয়ারম্যান তৃপ্তির দেওয়া নতুন পোশাকে ঈদ করবে মাদরাসার শিক্ষার্থীরা ধুনটে খাদ্যনালীতে জর্দা আটকে শিশুর মৃত্যু

২২ বিশ্ববিদ্যালয়ের মানবিক বিভাগের আসন বিন্ন্যাস প্রকাশ

গুচ্ছভুক্ত ২২ টি সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মানবিক বিভাগের আসন বিন্ন্যাস প্রকাশিত হয়েছে । আজ (বৃহস্পতিবার) গুচ্ছের অফিসিয়াল ওয়েবসাইটে মানবিক বিভাগের আসন বিন্ন্যাসের এ তালিকা প্রকাশ করা হয়।

তালিকায় বলা হয়েছে, ঢাকার অভ্যন্তরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাড়াও আরও ৩টা কেন্দ্রে মানবিক বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিবে। এরমধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রে পরীক্ষা দিবে ১১৯২৭ জন শিক্ষার্থী।

এছাড়াও, সিদ্ধেশ্বরী গার্লস স্কুল এর কেন্দ্রে ৪৫৪৬ জন শিক্ষার্থী। উদয়ন (ঢাবি) স্কুল এর কেন্দ্রে ১৬৯৬ জন শিক্ষার্থী, উইলস লিটল ফ্লাওয়ার (কাকরাইল) এর কেন্দ্রে ৩২০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করবে। ঢাকার ৪ কেন্দ্রে সর্বমোট ২১৭৬৯ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করবে।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

উল্লেখ্য, আগামী ১৩ আগস্ট, শনিবার মানবিক বিভাগের এবং আগামী ২০ আগস্ট ব্যবসায় শিক্ষা অনুষদের পরীক্ষার মধ্যে দিয়ে শেষ হবে এ বছরের গুচ্ছের ২২ টি বিশ্ববিদ্যালয়ের ভর্তিপরীক্ষা।

 

জবি প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD