March 24, 2023, 10:31 am

আওয়ামীলীগ কৃষক বান্ধব সরকার-হাবিব হাসান এমপি

ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান বলেছেন, আওয়ামী লীগ সরকার হল কৃষক বান্ধব সরকার। তাই বার বার দরকার।

শনিবার দুপুরে পূর্ব থানার উত্তরা আজমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উত্তরা পূর্ব পশ্চিম, বিমানবন্দর ও খিলক্ষেত থানার বাংলাদেশ কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান বলেন, কৃষকদের কারনেই বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আগে কোরবানির সময় ভারত থেকে গরু আমদানি করতে হতো আর এখন বাংলাদেশ প্রয়োজনে গরু রপ্তানি করতে সক্ষম। বাংলাদেশের এ উন্নয়ন অগ্রগতিতে কৃষকরা বিশেষ ভূমিকা রেখেছে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরিফ আশরাফ আলী। এসময় বিমানবন্দর থানা আওয়ামীলীগের সাবেক সভাপতি শাহজাহান আলী মন্ডলসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ সহযোগি অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্হিত ছিলেন।

এবারের ত্রি বার্ষিক সম্মেলনে কৃষক লীগের পূর্বের থানা কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে তিনটি থানা এলাকার কৃষক লীগের সভাপতি সেক্রেটারির নাম ঘোষণা করা হয়। এর মধ্যে উত্তরা পূর্ব থানা কৃষক লীগের সভাপতি জামাল হোসেন লাবু ও সাধারণ সম্পাদক রাসেল মন্ডল, যুগ্ন সাধারণ সম্পাদক মেহেদি হাসান নির্বাচিত হয়।

 

নিজস্ব প্রতিবেদক

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD