March 25, 2023, 7:41 am
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে পৃথক পৃথক অভিযানে মাদকসহ ছয় ও ওয়ারেন্টভুক্ত এক আসামীকে আটক করেছে থানা পুলিশ। শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ২৫ গ্রাম গাঁজা এবং ৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আটককৃতদের রোববার দুপুরে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।
আটককৃত নারী ও শিশু ওয়ারেন্টেরভুক্ত আসামী হলো সাহেবগঞ্জ দক্ষিন পাড়ার মৃত মজিবরের ছেলে রিপন, মাদক কারবারি রসুলপুর গ্রামের মৃত নইমুদ্দিনের ছেলে আব্দুর রহমান, একই গ্রামের নারায়ন হালদারের ছেলে
নয়ন হালদার, সাহেবগঞ্জ গ্রামের আছির উদ্দিনের ছেলে রবিন হোসেন, একই গ্রামের আব্দুল করিম শেখের ছেলে মাসুদ শেখ, আব্দুর রহমানের ছেলে রুহুল আমীন এবং খাকছার আলীর ছেলে তোহা হোসেন।
আত্রাই থানা অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার বলেন, শনিবার দিবাগত রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়। আটককৃত ৬জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে
রোববার নওগাঁ জেল হাজতে পাঠানো হয়।