March 25, 2023, 8:17 am
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলায় এবার আমন ধানের ভালো ফলন হয়েছে। আর মাত্র কয়েকদিন পরই কষ্টের ধান গোলায় তুলবেন চাষিরা। তাই রঙিন হয়ে উঠছে প্রান্তিক কৃষকের স্বপ্ন। তবে ভালো ফলনে কৃষকের মনে আনন্দ থাকলেও কাঙ্কিত ফসল ঘরে তোলা নিয়ে রয়েছেন উদ্বেগ-উৎকণ্ঠায়। এর অন্যতম কারণ হলো ইঁদুর আর কারেন্ট পোকা। ইঁদুরের চরম উপদ্রব আর কারেন্ট পোকার আক্রমন বেশ সংশয়ে ফেলেছে চাষিদের। আমনের শেষ মূহূর্তে খেতের কাঁচা ধান কেটে সাবাড় করে ফেলছে ইঁদুরের দল। শেষ সময় কীটনাশক প্রয়োগ করেও কারেন্ট পোকা দমন করা সম্ভব হচ্ছে না। তাই কৃষকের স্বপ্ন এখন ইঁদুর আর পোকায় খাচ্ছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানাযায়, উপজেলায় একটি পৌরসভা ও ছয়টি ইউনিয়ন মিলে চলতি মৌসুমে ১২ হাজার ১৮০ হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষবাদ করা হয়েছে। এরমধ্যে ৫ হাজার হেক্টর জমিতে আগাম জাতের আতব, বিনা-১৭, বিনা ১৬, বিনা ২২ জাতের ধান চাষ করা হয়েছে। এবার ধানের ফলনও ভালো হয়েছে। কিন্তু এই আমনের মাঝামাঝি সময় এসে কারেন্ট পোকার আক্রমন ও ইঁদুরের অত্যাচার শুরু হওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা খাদেমুল মাসুদ জানান, কলাগাছের ডাল কিংবা বাঁশের কন্ঙিতে পলিথিন বেঁধে দিলে ইঁদুর কিছুটা কমতে পারে। এছাড়া আরো অন্যান্য পদ্ধতি ব্যবহারের জন্যও কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে।
উপজেলার কৃষক মোতাহার হোসেন, মিলন, আব্দুস সালাম ও আলমগীর হোসেন জানান, চলতি মৌসুমে আমন ধানের ভালো ফলন হলেও কারেন্ট পোকা ও ইঁদুরের আক্রমনে কাঙ্কিত ফসল ঘরে তোলা সম্ভব হচ্ছেনা।
ছাতিয়ানগ্রাম ইউপির নিমাইদীঘি গ্রামের আরেক কৃষক আক্তারুজ্জামান হিটলার বলেন, ১১ বিঘা জমিতে তিনি চাষাবাদ করেছেন। এরমধ্যে ৪ বিঘা জমিতে কারেন্ট পোকা ও ইঁদুর আক্রমন করেছে। তিনি তড়িঘড়ি করে একবিঘা জমির আধাপাকা ধান কেটে মাত্র ৮মন ধান পেয়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী জানান, চলতি মৌসুমে আমন ধানের ভালো ফলন হয়েছে। কারেন্ট পোকার আক্রমন সম্পর্কে কোনো কৃষক অভিযোগ করেন নি। তবে ইঁদুরের আক্রমন সম্র্পকে শুনেছি। এ বিষয়ে কৃষকদের পরামর্শ দিতে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষনিক কৃষকের পাশে রয়েছেন।