March 25, 2023, 8:38 am

আদমদীঘিতে এ্যাম্পল গাঁজা ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৩

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে ২১ পিস এ্যাম্পল, ১০০ গ্রাম গাঁজা ও ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে। রোববার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-নওগাঁ জেলার সদর উপজেলার উকিলপাড়া এলাকার বদরুল আলম নয়নের ছেলে রোনাক (৩৫), বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার পারঘাটা পারশন এলাকার মৃত জাফের আলীর ছেলে হান্নান আলী (৩৩) ও একই জেলার আদমদীঘি সদর ইউনিয়নের ডহরপুর গ্রামের ফিরোজের ছেলে লিটন (৩২)।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল করিম রেজা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। মাদক আইনে মামলার পর আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD