April 1, 2023, 11:45 pm
বগুড়ার আদমদীঘিতে গাঁজাসহ আব্দুল মজিদ ও ইসলাম নামের পেশাদার দুই গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার (১৭ অক্টোবর) রাত ৮টায় উপজেলার উজ্জলতা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের নিকট থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল মজিদ উজ্জলতা গ্রামের জালাল উদ্দিন আমিনের ছেলে ও ইসলাম একই গ্রামের আছাব আলির ছেলে। এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা হয়েছে।
পুলিশ জানায়, আদমদীঘির শিবপুর হাট খোলা ও উজ্জলতা তেতুলিয়া এলাকায় গাঁজা বিক্রি হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮টায় থানার উপ-পরিদর্শক প্রদীপ কুমার ও এএসআই মশিউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ উজ্জলতা গ্রামে অভিযান চালিয়ে গাঁজা বিক্রি কালে উল্লেখিত দুইজন পেশাদার মাদক বিক্রেতাকে গ্রেপ্তার ও তাদের হেফাজত থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি