March 25, 2023, 8:01 am
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে গলায় ফাঁস দিয়ে তাপসী রাণী (৬০) নামের এক নারী আত্মহত্যা করেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার চাঁপাপুর ইউনিয়নের মিতৈল গ্রামের এ ঘটনা ঘটে। তাপসী রাণী উপজেলার চাঁপাপুর ইউনিয়নের মৃত বীরশ্বর চন্দ্রের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানাযায়, মঙ্গলবার সকালের খাবার খেয়ে নিজ বসতবাড়ির দ্বিতীয় তলার ঘরে বিশ্রাম নিচ্ছিলেন তাপসী রাণী। পরে তাকে ডাকতে গেলে ঘরের তীরের সঙ্গে রশ্মি দিয়ে গলায় ফাঁস লাগানো মৃত অবস্থায় ঝুলছে দেখেন পরিবারের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
আদমদীঘি থানার উপ পরিদর্শক আবু হাসান জানান, নিহতের লাশটি উদ্ধার করা হয়েছে। তাপসী রাণী কয়েকমাস ধরে মানসিক ভারসাম্য রোগী ভুগছিলেন। তবে এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো জানান,পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশটি তাদের নিকট হস্তান্তর করা হয়েছে।