March 24, 2023, 9:56 am
বগুড়ার আদমদীঘিতে জেলা পুলিশের আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার কুন্দগ্রাম ইউনিয়ন পরিষদের হলরুমে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
কুন্দগ্রাম ইউপি চেয়ারম্যান শামীম উল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য অফিসার শিপন আলী, ইউপি সদস্য মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শফিউল ইসলাম, ইমাম ইদ্রিস আলী, হিন্দু প্রতিনিধি শ্যামল চন্দ্র পাল, তাঁতী লীগ নেতা আহসান হাবীব ও ছাত্রলীগ নেতা রাসেল প্রমূখ।
প্রধান অতিথি রেজাউল করিম রেজা তাঁর বক্তব্যে বলেন, সকল ধর্মের মানুষ সামাজীক সম্প্রীতি বজায় রেখে মিলেমিশে এক জায়গায় বসবাস করবে। সম্প্রীতি বজায় রাখতে পুলিশ সর্বদা আপনাদের পাশে রয়েছে।
আদমদীঘি প্রতিনিধি, বগুড়া