March 24, 2023, 9:00 am
বগুড়ার আদমদীঘিতে ৯ বোতল ফেন্সিডিলসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার নিমাইদীঘি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।একই দিনে ৬০ পিচ নেশা জাতীয় এম্পুল ইনজেকশন সহ নিরব (২৭) কে আদমদীঘি ব্রিজ সংলগ্ন ছাতীয়ানগ্রাম পাকা সড়কের উপর হইতে গ্রেপ্তার করা হয়।
ফেন্সিডিলসহ গ্রেপ্তারকৃতরা দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার রায়ভাগ গ্রামের রমজান আলীর স্ত্রী বুলবুলি বেগম (৫০) ও একই উপজেলার নান্দিপুর গ্রামের ফিরোজ আলীর স্ত্রী ফাতেমা বেগম (৩০)। এবং ৬০ পিচ নেশা জাতীয় এম্পুলসহ গ্রেপ্তার আদমদীঘির ডহরপুর গ্রামের এনামুল হকের ছেলে নিরব (২৭)।
পুলিশ জানায়, ছাতিয়ানগ্রাম ইউপির নিমাইদীঘি গ্রাম এলাকায় মাদক বেচাকেনা করছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে ৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ও আদমদীঘি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ৬০ পিচ নেশা জাতীয় এম্পুলসহ নিরব কে গ্রেপ্তার করা হয়।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি