March 25, 2023, 7:46 am
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘির সান্দিড়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা মিজানুর রহমান মুকুল এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
রবিবার বাদ জোহর উপজেলার সান্দিড়া ফুটবল মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধার কফিনে সম্মান প্রদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, সাজ্জাদ হোসেন আঙ্গুর,মকবুল জোয়ারদার, বীর মুক্তিযোদ্ধাদের সন্তান কমান্ডের আকরাম জোয়ারদার, থানার অফিসার ইনচার্জ তদন্ত জিল্লুর রহমান প্রমুখ।
জানা যায়, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মুকুল উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামের নিজ বসতবাড়িতে বসবাস করতেন। তিনি বেশ কিছু দিন ধরে অসুস্থ হয়ে বাড়িতে ছিলেন। শনিবার রাতে তার মৃত্যু হয়। মৃত্যুকালে অসংখ্য গুণগ্রাহী রেখেগেছেন।
বীরমুক্তিযোদ্ধা মিজানুর রহমান মুকুলের মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনা ও শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এলাকাবাসীসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা।