দায়েরকৃত মামলায় উল্লেখ করা হয়েছে, উপজেলার দমদমা গ্রামের কীটনাশক ও মুদি দোকান ব্যবসায়ী নাজিমুদ্দিন বাবলু গত ২১ অক্টোবর দুপুরে তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে একটি কাপড়ের ব্যাগে দোকানের মালামাল বিক্রয়২ লক্ষ ৩০ হাজার টাকাসহ বাড়ীতে যাবার সময় দমদমা গ্রামের দীঘির উত্তরপাড় নামক স্থানে একই গ্রামের নাজমুল হোসেন সেন্টুসহ মামলার অপর আসামিরা ব্যবসায়ী নাজিমুদ্দিন বাবলুর পথ রোধ ও মারপিট করে তার কাছে থাকা উল্লেখিত পরিমান টাকা ও একটি বিদেশী মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে আহত ব্যবসায়ী নাজিমুদ্দিন বাবলুকে হাসপাতালে ভর্তি করা হয়।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।