March 24, 2023, 9:16 am
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে সড়ক পারাপারের সময় ভটভটির ধাক্কায় জুনায়েদ আলী (১০) নামের এক মাদরাসার শিশু ছাত্র নিহত হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) বেলা ১২ টায় উপজেলার সোনালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু জুনায়েদ নওগাঁর রানীনগর উপজেলার মধুপুর গ্রামের ব্যবসায়ী বাবু মিয়ার ছেলে। বাবু দীর্ঘদিন যাবৎ আদমদীঘি সদরে বাসা ভাড়া নিয়ে ব্যবসা করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানায়, বুধবার বেলা ১২ টায় বগুড়া-নওগাঁ আ লিক মহাসড়কের আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় সোনালী ব্যংকের সামনে সড়ক পার হচ্ছিল জুনায়েদ নামের ওই শিশুটি। এসময় একটি নছিমন (ভটভটি) তাকে ধাক্কা দিলে জুনায়েদ গুরুতর আহত হয়। তাকে প্রথমে আদমদীঘি এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, ঘাতক ভটভটিসহ চালক আলমগীরকে আটক করা হয়েছে। নিহত শিশুটির পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।