March 25, 2023, 8:43 am

আদমদীঘিতে মুক্তা রাণী শ্রেষ্ঠ শ্রেনিশিক্ষক নির্বাচিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার বনমালী পরমেশ্বর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মুক্তা রাণী উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেনিশিক্ষক নির্বাচিত হয়েছেন।সোমবার দুপুরে উপজেলা সভাকক্ষে মুক্তা রাণীর হাতে শ্রেষ্ঠত্বের ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলকক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বিভাগে পুরস্কার দেওয়া হয়। প্রতিযোগিতায় শিক্ষক মুক্তা রাণী উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেনিশিক্ষক নির্বাচিত হয়েছেন।

অনুভূতি জানতে চাইলে সান্তাহার বনমালী পরমেশ্বর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মুক্তা রাণী বলেন, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেনিশিক্ষক নির্বাচিত হওয়া অভূতপূর্ব আনন্দের বিষয়। নিজের উপর অর্পিত দায়িত্ব মনোযোগ দিয়ে সবসময় পালনের চেষ্টা করেছি। এই স্বীকৃতির ফলে দায়িত্ববোধ আরো বেড়ে গেল।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD