March 25, 2023, 7:06 am

আদমদীঘিতে যুবলীগের বিক্ষোভ মিছিলে ককটেল বিস্ফোরণ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: দেশব্যাপী বিএনপির নৈরাজ্য, সন্ত্রাস ও রাজাকার খোঁকাকে গ্রেপ্তার ও দ্রুত ফাঁসির রায় কার্যকরের দাবিতে বগুড়ার আদমদীঘিতে যুবলীগের বিক্ষোভ মিছিলে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন আহত হয়। বুধবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলা সদরের পুরাতন সোনালী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম সুমন জানান, উপজেলা যুবলীগের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে পুরাতন সোনালী ব্যাংক এলাকায় পৌঁছা মাত্র চারটি ককটেল নিক্ষেপ করে হেলমেটধারী দুই বাক্তি।

ককটেল দুটি বিস্ফোরিত হলে মিছিলে অংশগ্রহণকারী মশিউর, রিফাত, মিঠু, রাসেল ও বাপ্পী আহত হয়েছেন। তারা সবাই উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী বলে জানা গেছে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুটি তাজ ককটেল উদ্ধার করে। এর প্রতিবাদে আদমদীঘি উপজেলা আওয়ামী লীগ প্রতিবাদ সভা করেন।

সেখানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান বাবু, ছাত্রলীগ নেতা আরেফিন খান তনু প্রমূখ।

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার বলেন, ককটেল বিস্ফোরনের ঘটনা তাদের সাজানো নাটক। বরং এ ঘটনা দেখিয়ে বিএনপির অফিস ভাঙচুর করা হয়েছে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুটি তাজা ককটেল উদ্ধার করা হয়। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD