March 26, 2023, 4:30 pm

আদমদীঘিতে স্বর্ণের দোকানে সিঁধ কেটে চুরি

কক্সবাজার ভ্রমণে যান স্বর্ণব্যবসায়ী নুর ইসলাম কাজল। সেই সুযোগে বগুড়ার আদমদীঘিতে তার দোকানের পাশের টেইলার্সের ভিতর দিয়ে চোরেরা সিঁধ কেটে ঢুকে তার জুয়েলারী দোকান চুরি করেছে। শুক্রবার দিবাগত রাতে চুরির এই ঘটনাটি ঘটে। ওই ব্যবসায়ীর দাবী, ক্যাশে রাখা নগদ ৫০ হাজার টাকাসহ প্রায় কোটি টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরা। তবে শনিবার দুপুর পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।

 

স্বর্ণব্যবসায়ী নুর ইসলাম কাজল জানান, আদমদীঘি বাজার এলাকায় থানা রোড়ে জসিম প্লাজায় ‘সেবা এন্ড অন্তরা জুয়েলার্স’ নামে তার প্রতিষ্ঠান রয়েছে। ৪ অক্টোবর কক্সবাজার ভ্রমণে যাওয়ার জন্য তার ভাতিজা হৃদয়কে প্রতিষ্ঠানটি দেখভালের দায়িত্ব দিয়ে যান। ভাতিজা হৃদয় প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সন্ধ্যায়ও দোকান বন্ধ করে বাড়ি যান। পরের দিন শুক্রবার দিবাগত রাতে চোরেরা তার দোকানের পাশে ঢাকা টেইলার্সের পিছনের দরজার সার্টারের তালা ভেঙে ঘরে ঢোকে। এরপর ওই টেইলার্সের ভিতর থেকে স্বর্ণের দোকানে সিঁধ কেটে নগদ টাকাসহ মালামাল চুরি করে। এ ঘটনায় নুর ইসলাম কাজলের দাবী, সিসি ক্যামেরার লাইন বিচ্ছিন্ন করে তার দোকানের সিন্দুকের তালা ভেঙে ৮০ ভরি ওজনের সোনার গহনা, ১০০ ভরি রূপা ও ৫০ হাজার টাকাসহ প্রায় কোটি টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। সেই সাথে চোরেরা সিসি ক্যামেরার মেশিনটিও খুলে নিয়ে যায়। খবর পেয়ে তিনি কক্সবাজার থেকে রওনা করেছেন। ফিরে এসে থানায় অভিযোগ করবেন বলে জানান।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। স্বর্ণব্যবসায়ী নুর ইসলাম কাজলের ভাতিজা হৃদয় চুরি যাওয়া মালামালের পরিমান জানাতে পারছেন না। দোকান মালিক কক্সবাজার থেকে ফিরে আসার পর থানায় অভিযোগ করলে চুরি যাওয়া মালামালের পরিমান জানাযাবে। মালামাল উদ্ধার ও চোরকে গ্রেপ্তারের জন্য জোড় তৎপরতা চালোনো হচ্ছে।

 

 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD