March 26, 2023, 2:30 pm

আদমদীঘিতে হারানো মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিল পুলিশ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে হারিয়ে যাওয়ার সাত মাস পর মোবাইল ফোন উদ্ধার করে মালিককে ফিরিয়ে দিয়েছে পুলিশ। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উদ্ধারের পর বুধবার দুপুরে ফোনের মালিকের হাতে এটি হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানায়, উপজেলার মুরইল বাজার থেকে আদমদিঘী যাওয়ার পথে  একটি স্মার্ট ফোন হারিয়ে ফেলেন। ওই দিনই থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর ঘটনাটি তদন্তভার পান আদমদিঘী থানার এসআই নাজমুল হক মৃধা।

তদন্তকারী কর্মকর্তা নাজমুল হক মৃধা  ফোনের আইএমইআই নম্বরের সূত্র ধরে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ফোনের সন্ধান পান। ফোনটি এক অপরিচিত ব্যক্তির কাছ থেকে কম মুল্যে কিনেছিলেন এক যুবক। তিনি নিজ নামের রেজিস্ট্রেশনকৃত একটি সীমকার্ড তুলে ফোনটি ব্যবহার করছিলেন। পরে সেই যুবক ভুল শিকার করে পুলিশের হাতে ফোন বুঝিয়ে দায়।

মোরশেদা বেগম জানান, মোবাইল ফোন হারিয়ে খুব খারাপ লাগছিলো তার। ধরেই নিয়েছিলেন ফোনটি আর ফিরে পাবেন না। কিন্তু সাত মাসেরও বেশি সময় পর ফোন উদ্ধার করতে পারায় পুলিশকে ধন্যবাদ জানান।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল করিম রেজা বলেন, প্রায় সাত মাস পরে হলেও হারিয়ে যাওয়া ফোনটি উদ্ধারের পর মালিককে ফেরত দেওয়া সম্ভব হয়েছে।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD