June 11, 2023, 1:19 am

আদমদীঘিতে ১৮ পিচ নেশার ইঞ্জেকশনসহ গ্রেপ্তার-১

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার আদমদীঘির সান্তাহার জংশন স্টেশনে রুহুল আমিন সাগর (৩৯) নামের এক মাদক ব্যবসায়ীকে ১৮ পিচ নেশার অ্যাম্পুল ইঞ্জেকশানসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সাগর নওগাঁর আত্রাই উপজেলার তেতুঁলিয়া গ্রামের মৃত আবদুস সাত্তার খাঁনের ছেলে। শনিবার দুপুর ২টায় সান্তাহার বুকিং অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই দিন বিকালে তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম জানান, চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা এক্সপ্রেস আন্ত:নগর ট্রেনে একব্যক্তি বিক্রির উদ্দেশ্যে মাদক বহন করছে। ট্রেনটি সান্তাহার রেলস্টেশনের ৩ নম্বর প্লাটফরমে এসে দাঁড়ালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রেনের ‘ঘ’ বগি থেকে দ্রুত নেমে পালানোর চেষ্টা করে। বেলা ২টা ১০ মিনিটে বুকিং অফিসের সামনে থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এসময় দেহ তল্লাশী করে তার প্যান্টের পিছনের পকেট থেকে ১৮পিচ নেশা জাতীয় অ্যাম্পুল ইঞ্জেকশন উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন


© All rights reserved © seradesh.com
Design, Developed & Hosted BY ALL IT BD